বিরহ জ্বালায় মরি বোঝে না যে কেউ
ছলনার প্রেমে আজ হৃদি পুড়ে ছাই
করেছিল নিবেদন প্রীতি প্রেম ঢেউ
বুঝিনি তো মেকি সব ভালোবাসা বাই।
প্রেমের জোয়ারে ভেসে দিয়েছি আশ্বাস
উষ্ণ আলিঙ্গনে দিই হৃদয়েতে স্থান
প্রেম খেলা খেলে গেল রাখেনি বিশ্বাস
জীবনের বড় ভুল দুখ ভরা প্রাণ।
বিনিদ্র রজনী কাটে বেদনার সাথে
ভুলের মাশুল গুনি নিতি প্রতিক্ষণ
কলঙ্কের কালি মনে রাজে দিনে রাতে
জীবন অসার লাগে বিবশিত মন।
কত আশা ছিল মনে সুখ পারাবারে
ভেসে রব দুজনায় প্রীতির সংসারে।