“ভাগ্যচক্রে এমন ভাবেই ঘুরছে কালের চাকা,
আওয়াজ আমার পায়না তো কেউ, গিন্নি চোপায় ঢাকা।”
ভালোবেসে অনেক ঘুরে আনলাম বিয়ে করে,
ছোটোবেলার প্রেমের সাথি চাকরি পাওয়ার পরে।
বিয়ের আগে ঘুরতাম যখন প্রেমের মাতন সাথে,
হতো কত মিষ্টি মধুর কথা দিনে রাতে।
বিয়ের পরে সংসার বেঁধে থাকি দুজন মিলে,
খেয়াল করি বাড়ছে বৌয়ের মেজাজ তিলে তিলে।
পান থেকে চুন খসলে পরে হুঙ্কার ছাড়ে এমন,
বিনা মেঘে বজ্রপাতের শব্দ নিনাদ যেমন।
যখন তখন বায়না ধরা খেয়াল খুশি নিয়ে,
বলবে চলো করবো শপিং খাবো হোটেল গিয়ে।
ভোরে উঠে চাই যদি চা অমনি শুরু খোটা,
নেইকো বিশ্রাম কপালে মোর বৃথাই জীবন গোটা।
চোপার গুঁতোয় দিশেহারা বলি তখন আমি,
থামো প্রিয়া তুমি আমার প্রাণের চেয়ে দামী।
নাওগো বিশ্রাম থাকো শুয়ে গিয়ে তখন ফাঁকে,
নিজের হাতে বানিয়ে চা খাওয়াই যত্নে তাকে।
ভাগ্য করে বৌ জুটেছে চোপায় কাঁপে হৃদি,
ভাবি বসে কপাল মন্দ সবই লেখা বিধি।