ক্লান্ত স্টেথোর কোলে তোমার বিশ্রাম নেবার অধিকার
সুরক্ষিত রাখার যোগ্যতা কই আমাদের !
বিপন্ন বিবেকের কাছে কী জবাব দেবো , হিপোক্রেটিস ?
পৃথিবীর শ্রেষ্ঠ ধন আরোগ্য লাভ ,
তুমি সেই অমূল্য আরোগ্য আলোর দীপ
জ্বেলে যাওয়া পরশপাথর , ঋত্বিকা ।
তোমার মৃত্যু হীন প্রাণ
লাখো লাখো সুপ্ত চেতনার চৈতন্য মশাল হয়ে
পুড়িয়ে চলেছে শত শতাব্দীর অসভ্য আঁধার ,
তুমি দেখবে না বোন ?
তোমার মৃত্যু বীজ ফুঁড়ে আমরা বেড়ে যাচ্ছি
সহস্র জন্ম মিছিলে , নন্দিনী ।
উপশমের মৃদু সরগম থেকে নিরাময়ের শান্ত সঙ্গীতে
তুমি শুদ্ধ নাড়ির স্বপ্ন হয়ো , মিতা ।
ধর্ষণ শব্দ নাশক যজ্ঞে যত প্রতিরোধ পন্থা
লাগে দিতে প্রস্তুত ,
আগামী জাতিকার যেন যোগ্য হতে পারি , যাজ্ঞসেনী ।
আমাদের অতীত অক্ষমতা ক্ষমা করো , আবিশ্বজননী ।