সাম্যবাদের হন পুরোহিত
বিদ্রোহী বীর নজরুল,
নিপীড়িতের অভয় দাতা
প্রতাপের নেই তুল।
দুর্দম দুর্বার তেজস্বীতা
বহ্নিশিখা হেন,
মসি দিয়ে যুদ্ধে মাতন
বন- মাতঙ্গ যেন।
শত অভাব হেলায় ঠেলে
মনোবলের সাথে,
বৃটিশ বিরোধ করেন তিনি
কলম নিয়ে হাতে।
বজ্রকঠিন লেখনী তাঁর
লেখেন বিষের বাঁশি,
তাঁর আদর্শে উদ্ভূত হয়
তরুণ তুর্কি রাশি।
দুই বাংলার গর্ব তিনি
সবার প্রিয় কবি,
সাহিত্য গীত কাব্যাকাশে
দীপ্ত প্রভা রবি।