তারপরও যেখানে ছিলাম সুখ , সেখানেই আছি
মৃত মেদ মুখে নিয়ে বিষাদের ডানা মুড়ে
ফুলে বসে মাছি ।
না-পাওয়ার পায়ে শোক , পায়ে পায়ে ঘোরে
চিলে খাওয়া রোদ্দুর ব্যথার জড়ুলে ফোটে
উদাসীন ভোরে ।
কীভাবে উদাস হবো , সুখে-দুখে একই ?
সাগরের বোধ কই ? জেগে থাকে জোঁকই ।
যা পেয়েছি কম কীসে ? ভুলে যাই
যদু বেশি পেলে
বাঁধনের বীজে বিষ কে পাঠালে
ডি এন এ -র মেলে ?
জাগরণে রোজ ফুটি , ঝরে যাই ঘুমে
মঞ্চের করতালি আসলে তো বুনে রাখা
মহড়ার রুমে ।
মহড়া প্রধান সেতু , স্রোতে যোগাযোগ
অলস আমার চাকে কলমে কূলের জাল
হয়তোবা অকূলের নিয়তির রোগ !