তোমারেই আমি চেয়েছি সতত অন্তরে বারে বার,
জনমে জনমে তাই অভিসার হৃদয় মাঝার পার।
শূন্য হৃদয় খুঁজে ফেরে শুধু তোমার স্নিগ্ধ প্রেম,
একদা যেমন সখা হয়ে পাশে দিয়েছো ভরসা হেম।
অম্বর জুড়ে কাদম্বিনীর ঘন কালো রূপ ছায়,
চাতকের মতো দু’চোখ আমার তোমা আশে পথ চায়।
বৃষ্টি অঝোর ঝরবে এবার কাটাবো বিজনে একা,
মন উদাসীন কেবলই ভাবে যদি এসে দিতে দেখা।
হৃদ সায়রে স্বপনের ঢেউ থরে থরে আসে ধেয়ে,
হৃদি উপকূলে এসে ফিরে যায় হতাশার দাঁড় বেয়ে।
এতো ভালোলাগা আবেশ চিত্তে আসেনিতো কোনো দিন,
পবিত্র প্রেম বুঝি এমনই আত্মায় থাকে লীন।
তোমারেই আমি ভেসেছি যে ভালো বেঁধেছি হৃদয় সনে,
জনমে জনমে তোমাকেই পাবো আশার প্রদীপ মনে।
চিরসখা তুমি আসবেই জানি ক্ষেমের মহান রথে,
যাবেনা দূরেতে রবে সাথে সাথে আমার জীবন পথে।
