নারী তো নারীই হয়,
নারী কী মানুষ নাকি!
বাজার-সমাজে নারী পণ্য,
সেই আদ্যিকাল থেকেই।
নারী কবে হল মানুষ,
নারী শুধুই পুরুষের ভোগ্যবস্তু!
দিকে দিকে নারী ধর্ষণ,
চলছে তো চলছেই,
দৃষ্টিকটূভাবে বাড়ছে,
গণধর্ষিতাকে থানায় আহ্বান,
না, সুবিচারের জন্য নয়,
পুলিশের নারীমাংস ভোগের জন্য,
সুবিচার খায় না মাথায় দেয়,
নারী কবে হল মানুষ!
নারী যদি নাবালিকা হয়,
তবে আর কথাই নেই,
এমন রসালো সুস্বাদু খাদ্য,
আছে নাকি বিশ্বে কোথাও,
নারী আবার মানুষ নাকি!
হালে নারী রাজনীতির পসরা,
আদালতে বাঁধা নাড়া,
নমুনা ধরো হাঁসখালি,
এলো সিবিআই বাজাও তালি,
বিচারের ভাণ্ড রইলো খালি,
নারী তুই কবে মানুষ হলি!