বসন্ত আজ লালের রঙের ছোঁয়ায়
ভুবন জুড়ে ছেয়ে,
বসন্ত সমীর উতল আজ ধরায়
নানান সুরে গেয়ে।
বসন্ত উতলা রঙিন লালের বেশে
শিমুল পলাশ বুকে,
বসন্ত রঙিন ঝুমকোলতার দোদুল দোলায়
আবেগ কম্পন সুখে।
বসন্ত এবার প্রেমের ডাকে ভেসে
মত্ত প্রেমিক দোঁহে,
বসন্ত ব্যাকুল মুহুর্মুহু কুহু রবে
প্রেমের টানের মোহে।
বসন্ত কহে লাগল যে দোল
খেলব রঙের খেলা,
বসন্ত সখা আয়রে সবে ত্বরা
আয়োজন যে মেলা।
বসন্ত বাহার প্রতি পত্রে নাচে
আলাপ মধুপ সনে,
বসন্ত হাসে অলির পাখার তালে
প্রেমের ভাষা মনে।
বসন্ত শোনায় বিষাদের সুর গেয়ে
মর্মর গুঞ্জর রবে,
বসন্ত ব্যাকুল ঝরা পাতার কান্নায়
চলে যেতে হবে।