ওরা আমাকে কবি বলুক না বলুক
আমি কবিতা লিখেই যাব
ওরা আমার ভাবনাকে মূল্য দিক না দিক
আমি আমার ভাবনাতে লিখেই যাবো
ওরা আমার বদনাম যতই করুক
আমি ওসব গায়ে না মেখে হেঁটেই যাব
আমার মূল্যায়ন ওরা করুক না করুক
বিবেকের প্রশ্নের উত্তরের খোঁজে আমি লিপ্ত রব।
আজ যারা ঘৃণাভরা উপহার দিচ্ছে আমায়
আমি কখনো যাবনা ওদের দরজায়
ওদের ঐ অবজ্ঞা মাখা অট্টহাসির বাতাস
কখনো কোনদিন আমার গায়ে লাগবে না আঁচ
ওরা চলুক ওদের মত; ইচ্ছে আছে যত
আমি রবো আমার মত; যদি হয় শরীরও ক্ষত
ওরা আমায় যা বলে বলুক; আমি তো মানবো না
গান হেথা যতই বাজুক; আমি তো শুনবো না।
ওরা আমায় বুঝুক না বুঝুক; আমি সব বুঝেছি
আমাকে ওরা বলুক না বলুক; আমি সব শুনেছি
আমাকে বোকা ভাবা, যতটা সহজ
আমাকে চালাক ভাবা তার চেয়ে অনেক বেশি কঠিন
বোকা গুলো চালাক হয়ে ঘুরে বেড়াচ্ছে দেখো সর্বত্র
আমার মত বোকা গুলো বুদ্ধি নিয়ে বোকামি করছে দিবারাত্র
ওরা থাক না ওদের মত; কিছু বলতে ভালো লাগে না
এবার না হয় আমি বসেই পড়ি; চলতে আর মন চায় না।