ভূমিকার ভনিতা করতে করতেই পাড়া জুড়িয়ে জল
বুলবুলির দল এসে গানও শোনালো না
খাঁ খাঁ ধানের ক্ষেতে ঠোঁটও ডোবালো না ।
খোকার চোখ বড় হতে হতে
সহস্র সূর্যের সামিয়ানা হয়ে গেলো !
মায়ের মাখানো ঘুম কতকাল আর পেলো না ।
সময়ই হেঁকে যায় মাঝে মাঝে নিঃশ্বাস মেপে
— যাপনের জট খুলে চলো তাড়াতাড়ি
ফর্মা গোটাতে হবে , কতো পাতা বাকি !
কৈশোর কূলে এসে বিকেল দাঁড়ালে
কোথায় লুকোলে বলে’ শৈশব সাথী
খোঁজে আউশের রাতের আড়ালে ।
সেখানেও ঢুকে পড়ে তাগাদার ঢাকি
— আর কত পাতা বাকি ?
খোকার উত্তর খুকী , খুকীর উত্তর খোকার
অমর স্মৃতির সাধ ভেসে থাকে অনন্ত ইথারে
— ঘুম পাড়ানির গান আর একবার শোনাও না মা !