রূপের মোহে মুগ্ধ হয়ে
ছিঁড়লি গোলাপ ওরে,
সৌরভ নিয়ে ফেললি ছুঁড়ে
তাচ্ছিল্যতা করে।
পাপড়িগুলো পড়লো ঝরে
করুণ ব্যথা ভরে,
ভাবলি না তুই গোলাপ মনের
কষ্ট কথা তরে।
এই কী রে তোর ভালোবাসা
ক্ষণিক প্রীতি খেলা,
নিজের তৃপ্তি সাধন পরে
তাকেই করিস হেলা।
ভালোবাসা নেইকো মোটে
মনের অন্তপুরে,
সেই হেতু তুই ছিঁড়ে গোলাপ
পারলি ফেলতে ছুঁড়ে।