গোপন
গোপনে থাক রোম রোম তিলে ,
বিস্ময় শুষে নিলে দৃষ্টির চিলে
কল্পনা নিভে যাবে হাঁটু জল বিলে ।
বিষাদ
বিষাদ প্রতিভা বুকে মাংসের স্বাদ
ফিকে মনে এঁকে চলি বহুরঙা চাঁদ ।
বিষাদের বীজে একী চারু পরমাদ !
নীরব
নীরবে নীরব নীল প্লেটু চুম্বনে
হতে পারি , ঘেঁটু যেন থাকে আয়োজনে ।
অচ্ছুৎ কেউ নয় নীরবের বনে ।
গভীর
গভীর শব্দ শরে কেন নাভি ক্ষয় !
ভাবনার জ্বর হ’লে ঘামও নিশ্চয় ।
আখরে উপমা রস , পদে পরিচয় ।