চরম অস্থিরতার মাঝে দিনগুলি কেটে যায়
দিনগুলি কেটে যায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে
চারিদিকে এত আওয়াজ অথচ জনশূন্য
জেগে থাকা সব মানুষগুলো যেন ঘুমিয়ে আছে
কোথায় ভগবান, কোথায় শয়তান, বোঝা যায় না।
শয়তানে শয়তানে ছয়লাপ হয়ে গেছে পৃথিবীটা
পৃথিবীর কোণায় কোণায় এখন বারুদ; কার্তুজ;বোম; বন্দুক; পিস্তল
এই পৃথিবী আর গোলাপ ফুলের পৃথিবী নেই
এই পৃথিবী আর প্রেম বিনিময়ের পৃথিবী নেই
পৃথিবীটা যেন আজ কসাইখানা
পৃথিবীটা যেন আজ লাশ ভর্তি মর্গের পূর্ণচিত্র ।
এই পৃথিবী ছেড়ে অন্য কোন পৃথিবীতে চলে যাব ভাবছি
এই গ্রহ ছেড়ে অন্য গ্রহে জন্ম নেওয়ার প্রার্থনা করছি
মানুষ অমানুষ হতে হতে কতটা মনুষ্যত্ব হারাতে পারে?
বিবেক শূন্য হতে হতে কতটা বিবেক শূন্য হতে পারে?
প্রশ্নের সম্মুখীন দাঁড়িয়ে আজ গোটা পৃথিবী
প্রশ্নের সম্মুখীন দাঁড়িয়ে আজ সমস্ত মানবজাতি।
যে জাতির মধ্যে —–
জাতীয়তাবাদ বোধ নেই সে জাতি জাত শূন্য প্রাণী
যে জাতির মধ্যে —–
মানবতা বোধ নেই সে জাতি নির্বোধ প্রাণী
জাতীয়তাবোধ; মানবতাবোধ;—-
সব বেচে দিয়েছে ঘুমিয়ে জাগা এই মানব কুল
গন্তব্যহীন এক অন্ধ রাস্তায় চলছে সমাজ
এই উদ্দেশ্যহীন যাত্রির উদ্দেশ্যটা আসলে
সম্পূর্ণটাই ভুল…. ভুল……ভুল…..