“সরস্বতী বিদ্যেবতী”
দিচ্ছি তোমায় খোলা চিঠি
বিদ্যা আমার যা হয়েছে
এর বেশি আর নয় –
সংসারেতেই মন দিতে চাই
বিদ্যে তো আর নয়!
চেয়েছিলাম লিখতে ভালো,
আখর আমার করবে আলো
কিন্তু আমার পোড়া কপাল
এ রাজ্যে তা নয়!
আজ বাঙালি কলঙ্কিত
এই তো পরিচয়!
আজ লেখাপড়ার
নেই যে মানে
বইপড়াটা? কজন জানে?
ভালো বইয়ের কদর কীরম
কোনটা ভালো হয়?
এইকথাটা বলার মতন
কে আছে ধরায়?
আজ নেই বানানের মুণ্ডুমাথা
ক’বার কথা নয়!
আজ পাণ্ডিত্য অপমানে
শিক্ষার হেথা নেই হা মানে
প্রতিবাদী হলেই বটে
প্রাণটা হাতে রয়!
আজ পেশির জোরই জিতছে মাগো
লেখা পড়া নয়!
ইস্কুলেতে শিক্ষক নেই
কেবলই রাজনীতি
নীতিহীন নেতারাই হা
করে মাতামাতি!
রামের কাজ পাচ্ছে যে শ্যাম,
রাম পড়ে রাস্তায়
পুলিশ পিটাই জুটছে তারই
না বললেই নয়!
বইয়ের দোকান ফুটপাতে আজ
জুতোরই শো রুম –
মাথার টুপি পা মুছে হায়
হারিয়েছে তার ঘুম!
আজ তাই তো মাগো
তোমার পূজায়
তুমি “প্রেমের দেবী”
বিদ্যা গেছে ভাসান মাগো
শিক্ষাতে এই ছবি!
মূর্তি তোমার জিন্স পরে
হাতে গীটার গোঁজা
সনাতনী সরস্বতী
তাকেই তো তাই খোঁজা!
তাই তো বলি বিদ্যা মাগো
আর তো নাহি চাই
সেই বাগদেবী আজ অস্তমিতা
ভক্তি তারই নাই!