কাজল মেঘ তমসা ঘন
ভাবি কোথায় যাবো,
ঝরলে বারিষ অঝোর ধারায়
কূল খুঁজে না পাবো?
শ্রাবণ গেলো ভাবি মনে
বাঁচলাম প্লাবন থেকে,
শরত এলো বর্ষা কাঁধে
বান আনলো সাথ ডেকে।
নদীর ধারে বসত আমার
ভয় যে ভীষণ মনে,
প্লাবন যদি আসে ধেয়ে
ভাসবো সকল জনে।
গোরু বাছুর পোষ্যগুলো
মরবে স্রোতের তোড়ে,
ঘর হারিয়ে আকাশ তলে
থাকবো কেমন করে।