কোজাগরী শব্দ সৃষ্টি ‘কো জাগতী’ থেকে
কথিত ‘কে জেগে আছে ‘ যার অর্থ হয়
লক্ষ্মী দেবী রাত্রে ঘুরে ছদ্মবেশে ঢেকে
দেখে গৃহে জেগে তাঁর কত ভক্ত রয়।
ধনের দেবী যে তিনি সদা দীপ্তিময়
শারদ পূর্ণিমা রাতে মর্তে আবির্ভূতা
সকল গৃহস্থ ঘরে বিরাজে সদয়
বিমল জোছনা স্নিগ্ধ ধরায় আহূতা।
বিকচ কমলাসনে বিশ্বাত্মা বিমূর্তা
অমর্ত্যলোক বিলাসি অমিতাভ শোভা
সৌভাগ্য ও সমৃদ্ধিতে পুর্ণ স্বতঃস্ফূর্তা
অনাদি অনন্ত ময়ী রূপে মনোলোভা।
বৈকুণ্ঠ ধামেতে দেবী নারায়ণ সাথে,
সুখ আলাপনে মেতে থাকে দিনে রাতে।