কেন জানি না এখনো কেনো হলনা কিছু,
কিছু ধাঁধা আছে কিনা বুঝতে পারছিনা এখনো,
এখনো সমস্ত প্রমাণ কি খুঁজতে বাকি আছে ,
আছে নিশ্চয়ই কোনো এক অদৃশ্য শক্ত বাধা,
বাধা অতিক্রম করতে চাই
প্রতিবাদের বিরাট ঘূর্ণাবর্ত,
ঘূর্ণাবর্তের নাম পরিচয় নির্দিষ্ট
না হতেও পারে,
পারে ঊষার দুয়ারে নির্মম কশাঘাত হয়ে আসতে,
আসতে পারে আঘাত যে কোনো
অসুর রূপে,
রূপে অর্থে আর্থসামাজিক দুর্বলতার সুযোগে ঘরের ভিতরে,
ভিতরের মানসিক যন্ত্রণা ভুলে
মোহ ত্যাগ করে,
করে তোল শক্তপোক্ত ভাবে
প্রতিটি মুহূর্ত সংগ্রামী,
সংগ্রামী অতীত ফিরতে জানিনা দেরি হচ্ছে কেন ।