জানতে চাই না আর কে, কেমন আছে,
জানি কেউ ভালো নেই দেহে কিংবা মনে,
চারিদিকে যা সব ঘটে চলেছে কহতব্য নয়।
কী ঘটছে না চারিদিকে প্রতিদিন!
এতে কেউ সত্যি ভালো থাকতে পারে?
আমার কুশল যখন কেউ জানতে চায়,
গতে বাঁধা জবাব দিই – ভালো আছি।
নিজেও জানি আমি মোটে ভালো নেই,
প্রশ্নকর্তাও একই আন্দাজ করতে পারে।
কিংবা জবাব দিই – এই চলছে একরকম,
একরকম গা বাঁচানো কথা ছাড়া আর কী!
কেউ বলে থাকে – মোটামুটি আছি,
জবাব দিতে হয় তাই সে কথা বলা।
সবাই সব বোঝে, তবু আসল এড়িয়ে চলা।
আমি নিজেকে নিজেও শুধাই না কেমন আছি,
তাই জানতে চাই না আর কে, কেমন আছে।