কুস্তি লড়াই দুটি ভাইয়ের
বেজায় মজার খুব,
এইতো লড়াই আবার মিশে
খেলায় মজে ডুব।
দিনভর তাদের দস্যিপনা
যমজ দুজন ভাই,
খুনসুটি আর কলহতে
সদা মত্ত তাই।
এদের জ্বালায় মায়ের প্রেসার
ঘুরে মাথা বন,
দুটোর পিছে দৌড়ে শেষে
হাঁপিয়ে কাত হন।
রাগের চোটে দুটোয় ধরে
মারলে গালে চড়,
চিল চিৎকারে কেঁদে তখন
মাথায় তোলে ঘর।