কিছু ব্যথা মুছে যায়
থেমে যায় মন খারাপ,
কিছু ব্যথা কুরে খায়
শুধু দেয় পরিতাপ।
কিছু ব্যথা ভুল তরে
পরিণাম গীত গায়,
কিছু ব্যথা তোলা থাকে
হৃদয়ের আলনায়।
কিছু ব্যথার অনুরণন
মন মাঝে প্রতি পল,
কিছু ব্যথা আবেগের
ভুলে ভরা প্রতিফল।
কিছু ব্যথা নীরবে
সয় জ্বালা অনুক্ষণ,
প্রেমহীন জীবনে
বিজনে করে রোদন।
কিছু ব্যথা প্রতীক্ষার
বৃথা চেয়ে থাকা পথ,
প্রহর শুধুই গোনা
অভিমানী মনোরথ।
