ভাবছে মনে পুস্তক সনে
শ্বেত বসনা নারী,
নজরুল রবি আঁকে ছবি
কাব্য রসে ভারী।
নাটক গল্প অল্প স্বল্প
লুকিয়ে যে পড়ে,
উপন্যাস আর নাটক বাহার
চক্ষু সামনে ধরে।
পড়ার ফাঁকে হাসি রাখে
চরিত্রে যায় ডুবে,
কাজের বেলা ফাঁকি মেলা
রবি তখন পুবে।
ছোটো বেলায় মত্ত খেলায়
তবু পড়া শেখা,
ধরল নেশা কলম পেশা
আঁকে কত রেখা।
গানের ডালায় কাব্য মালায়
আছো হৃদি ভরে,
আছো ছন্দে অতি নন্দে
কাব্য রসের ঘরে।