রঙ্গমঞ্চে বেঁচে আছি কাটাই জীবন
বিধাতার লিপি কপালে নিয়ে,
যেমন নাচান তিনি তেমনি নাচি
ভাগ্যের পরিহাস নামে আখ্যা দিয়ে।
কর্মের ফল পাবে নিশ্চয় তুমি
দোষারোপ ছেড়ে কর্ম করে যাও,
সৎ পথে জীবন কাটালে পরে
দিনের শেষে অধিক ফল পাও।
রঙ্গমঞ্চে বেঁচে আছি কাটাই জীবন
বিধাতার লিপি কপালে নিয়ে,
যেমন নাচান তিনি তেমনি নাচি
ভাগ্যের পরিহাস নামে আখ্যা দিয়ে।
কর্মের ফল পাবে নিশ্চয় তুমি
দোষারোপ ছেড়ে কর্ম করে যাও,
সৎ পথে জীবন কাটালে পরে
দিনের শেষে অধিক ফল পাও।