ও….ওওওও আমার কলির কেষ্ট….
তোমার ভাষা…. বোল চাল বড়ই উৎকৃষ্ট…!
সাধারণ মানুষ থেকে পুলিশ অফিসার, কাউকে দিচ্ছ না বাদ
তুমিই সেই ন্যাংটা রাজার মহান বীর, নেই একটুও খাদ
মা, বোন, বউ, সবাইকে করবে ইয়ে
রাজ্য জুড়ে দুশ্চিন্তা বড়ই তোমায় জেল থেকে ছাড় দিয়ে
ভেবেছিলাম হয়ে গেছো ভালো–
আসবে না আর নকুল বাতাসার দিনগুলি
দেখছি এখন তোমার বাক্য শুনে বাকরুদ্ধ বুলবুলি
কি বিশ্রী.. নোংরা সুরের ধমকানিতে কাঁপছে পুলিশের ফুলগুলি
তুমি জনগণের? নাকি তোমার জনগণ?
আতঙ্কিত জনগণ এখন এই চিন্তাই করছে সর্বক্ষণ
নোংরা মনের নোংরা কথা, সংস্কৃতির বুকে দিচ্ছ ব্যথা
মাছওয়ালা মাছওয়ালাই রয়ে গেলি, বুঝলি নারে জীবন
আর বুঝে হবেই ব্যাটা কি আর? শ্মশানে যাওয়ার সময় হলো যখন।