কবির স্বপ্ন কাব্য লেখা
হৃদয় উজার করে,
কবির মনন সদাই ব্যস্ত
সমাজ ও প্রকৃতি তরে।
ছন্দ সাথে কাব্য লেখে
দেশ ও জাতি নিয়ে,
সমাজ জীবন তুলে ধরে
তাঁর লেখনী দিয়ে।
সর্বহারার দুখ বেদনা
লেখে সুযোগ পেলে,
সমাজ সংস্কারের কথা
কাব্যে লেখে ঢেলে।
কবির স্বপ্ন বিশ্ব প্রকৃতির
রূপের চিত্র আঁকা,
কঠিন সময় এলে দেশের
লেখে তীক্ষ্ম বাঁকা।
প্রতিবাদী হয়ে লেখা
কবির স্বপ্ন হয়,
লেখে বৈষম্যতার বিরুদ্ধে
পরোয়া না করে ভয়।
কবির স্বপ্ন থাকে অনেক
আসে বিঘ্ন বাঁধা,
তবু কবি যায় চালিয়ে
কাব্য রহস্য ধাঁধা।
মসি তখন অসি হয়ে
প্রতিবাদে হয় মুখর,
অরাজকতা ও অনৈতিকতার
বিরুদ্ধে লেখে কবি তুখড়।