তুমি মাগো সারদা, তুমি মাগো দুর্গা, তুমিই সরস্বতী কালী,
তুমি নবদুর্গা, শক্তিস্বরূপিনী, তুমি মাগো অভয়দাত্রী।
হে মাতা কমলা,তারা, ব্রহ্মময়ী, তুমি মাগো জগদ্ধাত্রী,
জগৎ জননী মা ভবানী সারদা, তুমি মাগো মুক্তি দাত্রী।
তব নামে ভোর হয়,পাখি ডাকে প্রভাতে,
তব নামে বায়ু বয়, জলধারা প্রপাতে–
তব শুভ নামে মাগো পাপী তাপী উদ্ধারে
স্নেহ কিরণ যাচে তোমারে।
শ্যামল সুন্দর সারদা পদাশ্রিত স্নেহভাজন দিকে দিকে —
গাহে তব শুভ নাম নির্মল প্রভাতে,
পাপী তাপী পায় প্রাণ তুমি মাগো করো ত্রাণ
অসীম করুণাধারা বিলাও মা জগতে।
যোগমায়া শ্রী শ্রী উমা, অসীম করুণা মা, অসীম দয়া ভরা প্রাণ,
জীবনে জীবন মেলে, দুঃখ তাপ যায় চলে, তব স্নেহামৃতে করি স্নান।
জয় রামকৃষ্ণ ঘরণী পূজারিনী জয় জয় মাতা তব নাম,
অমৃত সমান মাগো অমৃত সমান মাগো অমৃত সমান তব নাম।
জয় কালী জয় তারা দুর্গা সারদা জয় মাগো তুমি করো ত্রাণ,
বাঁচাও হে জননী সারদা সরস্বতী তুমি মাগো ভক্তের প্রাণ।।