অতৃপ্ত ভাবনার অশ্বত্থামা ক্রোধে
বারংবার কবিতার গর্ভপাত হয় !
বেহাগ বিষাদে পোড়ে সৃজনের সুখ ।
ছা- পোষা শান্তি পেতে জেগে ওঠে
আকন্ঠ গৃহস্থ জোয়াল ।
চড়ুইভাতির পাতে আনন্দে ঝরে পড়ে
টুপটাপ পৌষের রোদ ।
সমবেত স্বজন সন্ধ্যায় রিমঝিম নেচে যায়
ভরপুর থৈ থৈ হাসির জোয়ার ।
বৃত্ত বাড়ে বৃত্ত ছোটে বৃত্ত উদ্বাহু
বৃত্ত কমে বৃত্ত থামে বৃত্তে পরমায়ু !
অপুষ্ট কবিতার ভ্রূণের ভাসানে
ধু ধু কবি হু হু একা
আমরণ অপ্রতিভ মনিকর্ণিকা !