ভেসে আছি কবি , প্রথম দেখার চোখে
দুপুরের নূরে নুপূরে ভোরের ভেলা ,
আগুনের মতো নির্মল নদী বেয়ে
মঞ্চে ফোটালে দৃষ্টি -নোঙর মেলা ।
পালতোলা চুলে মেঘভাঙা রোদ্দুর
সরস্বতী ঠোঁটে স্বাদু অক্ষর ঢেউ ,
ঝিলিমিলি স্বরে পশমিনা কারুকাজ
কবিতা-ই পারে হারাতেও কবিকেও ।
উপমার উলে আমিই বুনেছি জরি
মেঘের শাড়িতে যেহেতু মানাবে কবি ,
( যদিও সে ঋতু ছিলো পলাশের প্রিয় )
আসল দৃশ্যে আঁকি উত্তর ছবি ।
আমি যা ভেবেছি তাই তো দেখেছি মনে
সত্য শরীরে যাদু সত্যের বাস ,
বিশ্বাস করো ‘ দৃষ্টি -নোঙর ‘ সুখে
কবিতার তালে কবি মোহনিয়া শাঁস ।