তোমায় একটু শুনবো বলে,
পায়রার মতো বকম বকম কলরব তুলবো বলে,
আমার সজল আঁখিপাতে,
এই যে ব্যকুল প্রতীক্ষা,
এমন একটা ছবি আঁকতে পারো কী কবি?
এই যে রাতের অন্ধকারে তোমার শব্দের ওপাড়ে দাঁড়িয়ে আছি,
বুকের ভিতর বাইরে ঝড়ছে ব্যাপক বৃষ্টি,
কোন এক ঝড়ের রাতে,
এমন একটি ছবি আঁকতে পারো কবি?
এক ছাদের নীচে জীবন কাটানো হবে না জেনেও, অনেক সঙ্কট বাঁধা বিপত্তি এড়িয়ে, এই যে তোমার সঙ্গে নাম না জানা,
ছোট্ট সাধের খেলাঘর বেঁধেছি।
তোমার কবিতায় এমন একটি ছবিতা আঁকতে পারো কবি?