তুমি আছো কবিগুরু নীরবে প্রতিক্ষণে
গল্প কবিতা উপন্যাস গীতে সর্ব মাঝে
ইহলোক ছেড়ে কবেই গিয়েছো চলে
তবুও বাঙালির দিন তব স্মরে রাজে।
মহামানবের হয়না মৃত্যু রয় চিরস্মরণে
তুমি আছো চির অম্লান হৃদয় গহীনে মম,
আজ তুমি নেই তবু আছো সকল অন্তরে
ব্যাপ্তি তোমার চির অম্লান অর্ককিরণ সম।
আকাশ বাতাস ভুমে তোমার সূচীভেদ্য দৃষ্টি
মহান মনীষী তুমি দীপ্ত অতিশয়,
করেছো কত অভাবনীয় অনবদ্য সৃষ্টি
সুনিপুণ দক্ষতায় তোমার ব্যাপ্তি বিশ্বময়।
বয়স অষ্টম থেকে সাহিত্যে কৃষ্টি
অফুরান জ্ঞান তব সদা দৃপ্তময়,
অন্যায়ের প্রতিবাদে পরাক্রমী ধৃষ্টি
কবিগুরু নামেতে বিশ্বে পরিচয়।
সাহিত্যের স্বর্ণরথে তোমার বিশ্ব পরিক্রমণ
নোবেলজয়ী হলে তুমি গর্বিত বাঙালি,
ঠাকুরবাড়ির জ্যোতি তুমি ভারতের রবি
চরণে শ্রদ্ধা জানাই পুষ্প অর্ঘ্য ঢালি।