কথার পিঠে কথার ঠোকা
ঠুকির জন্য আগুন ,
অসাবধানী রক্ত দোষে
রক্তে বরফ রাখুন ।
তিলের সঙ্গে তালের অনু
ষঙ্গ ভেসে যাক ,
সংযমী জিভ তিলের তেলে
তালের বড়া খাক ।
ছন্দে জীবন চলছে দুলে
মাত্রা উনিশ বিশ ,
হোঁচট খেলেই ফাঁকের ফোকে
আনন্দ ডিসমিস ।
কথার পিঠে কথার ঠোকা
ঠুকির জন্য আগুন ,
অসাবধানী রক্ত দোষে
রক্তে বরফ রাখুন ।
তিলের সঙ্গে তালের অনু
ষঙ্গ ভেসে যাক ,
সংযমী জিভ তিলের তেলে
তালের বড়া খাক ।
ছন্দে জীবন চলছে দুলে
মাত্রা উনিশ বিশ ,
হোঁচট খেলেই ফাঁকের ফোকে
আনন্দ ডিসমিস ।