ছোট্ট পাখির ওড়ার নেশা
বেড়ায় উড়ে সুখে,
অনেক উড়ে ডানায় ব্যথা
ফিরে বেজায় দুখে।
ওড়ার নেশায় দূর সীমান্তে
হঠাৎ চলে গেলে,
ক্লান্তিতে সে হয় যে কাতর
নীড়ে ফিরে এলে।
খুশিতে সে ফুড়ুৎ উড়ে
নিশীথ শেষে প্রাতে,
মায়ের স্নেহ পাখের তলে
ঘুমায় যত্নে রাতে।
নিদাঘ বেলা মায়ের পিঠে
চড়ে নামে জলে,
জল ছিটিয়ে স্নানটি সেরে
শুকায় ডানা স্থলে।
মায়ের সাথে খেলতে খেলতে
উড়ে বেড়ায় উঁচু,
হাওয়ায় হাওয়ায় ভেসে ভেসে
নামে আবার নিচু।
চিলকে দেখে পাল্লা দিয়ে
যায় উড়ে সে নভে,
হাওয়ার তোড়ে অনেক যুঝে
ভয়ে নামে ভবে।
ছোট্ট পাখির রকম সকম
জাগায় মনে নন্দ,
দেখতে যদি না পাই তাকে
মন থাকে ম্লান মন্দ।