আলোর পথে প্রতিবাদের সাথে চলো একসাথে,
বিচারের বাণী সার্থক করতে লড়াই হবে দিনেরাতে,
অত্যাচার, নিপীড়ন, অসন্মানের
হোক নির্বাসন,
প্রশাসনের কাছে র্নিভয়ারা চায় আশ্বাসন,
পুরুষের কর্তব্য হোক, নারীর
সম্ভ্রম রক্ষার,
নারীর কর্তব্য নিজের শালীনতা
বেশভূষা, সম্ভ্রম রক্ষার,
নারী হল
মাতা,স্ত্রী,প্রেমিকা ,ভগ্নী,বান্ধবী,
পুরুষ হল পিতা, স্বামী, ভ্রাতা, বান্ধব,
কিন্তু শয়তান ভর করলে হয়
নরখাদক অত্যাচারের প্রতিভু,
এরা যৌন তাড়নায় ভুলে যায়
মনুষ্যত্বের পবিত্র কর্তব্য,
অসুস্থ সামাজিক ব্যবস্থা, প্রশাসনিক দুর্বলতায় এর সৃষ্টি,
এখনো সময় আছে , প্রয়োজন
প্রশাসনিক সামাজিক দূরদৃষ্টি