এখনো যাদের ঘুম ভাঙছে না
এদের ঘুম কোনদিনই ভাঙবে না
এখনো যারা ——–
দাঁত কেলিয়ে কেলিয়ে বক্তৃতা মারছে
এদের এরকম কেলানো কেলানো স্বভাব
এখনো যারা ——-
মা-বোনের ইজ্জতের কথা ভাবছে না
এরা নিজের ব্যক্তির স্বার্থে মা-বোনকেও পথে বসাবে।
এখনো যারা ——
নিজের সন্তানের ভবিষ্যৎ ভাবছে না
এরা দেশের বুকে নির্বোধ পশুর সমান
এখনো যারা —–
জাতি;ধর্ম;শিক্ষা;সাহিত্য;
বাণিজ্য নিয়ে লাঠালাঠি মারামারি করছে
এরা পৃথিবীতে এসেছে মানুষ মারার জন্য
যারা এখনো নিজেদের ছোট ছোট লাভের জন্য দেশের অনেক বড় বড় ক্ষতি করছে
এরা দেশ ও সমাজের শত্রু শুধু নয়
এরা সকলেই একত্রিত মীরজাফর
সমাজের এই চরম পরিস্থিতি দেখেও যারা মোকাবিলার পথ খুঁজে পাচ্ছেন না
তারা মরার আগেও পথ খুঁজে পাবেন না
মনে রাখবেন। মরণ আপনাদেরকে ডাকছে না
আপনারাই মরণকে ডেকে আনছেন
বাবা মায়েরা —
ছেলেমেয়েদের নিরাপদ আশ্রয় দিতে পারছে না
স্ত্রী;পুত্র;বাড়ির মেয়ে—
কেউই বাবা-মায়ের সাথে দেশে থাকতে পারছে না
দেশ ছেড়ে পালাতে হচ্ছে সকলকে
এখনো যারা ভাবছেন এগুলো কিছুই নয়
তবে জানবেন। আপনাদের —
অকাল মৃত্যু নিশ্চিত,আর বেশি দিন নয়
এখনো যারা—-
এই জল্লাদ বাহিনীকে বন্ধু ভাবছেন
এরাই একদিন —-
আপনার জাত বংশধর্ম সব গিলে খাবে দেখবেন
এদের অন্য কোন পরিচয় নাই
এরা মীরজাফরের বংশধর সবাই
এরা মীরজাফরের বংশধর সব্বাই।