অপেক্ষা করতে করতে অপেক্ষারও শিরদাঁড়ায় টান ধরে ।
একবিংশ শতাব্দীর প্রথম পাতায় প্রকাশিত
‘ প্রথম প্রজন্মের পড়ুয়া ‘
— এই শব্দ ত্রয়ীর বিন্যাসে
নিশ্চয়ই কোথাও ভুল আছে ভেবে
ঢুলু ঢুলু ঘুমিয়ে পড়েন বিদ্যাসাগর !
মাইলের পর মাইল অরক্ষিত রাত্রি গলিয়ে
পৃথিবীর প্রদীপ জ্বালতে চেয়েছিলেন এডিসন ।
পিলসুজের চতুর্দিকে উঁচু নিচু মেজ সেজ
মানব কঙ্কালের পাল আজও চড়ে বেড়ায়
রবীন্দ্রনাথের দুঃস্বপ্ন- দর্পণে ।
শত শত শতাব্দীর শ্রমেও
এক ইঞ্চি অন্ধকারের পাথর টলবে না
ভাবতে পারেননি অক্লান্ত সিসিফাস !
উপরোক্ত লিপিকা শরীর পোড়ে হতাশার জ্বরে ।
আমার পড়ে -পাওয়া কিঞ্চিত প্রতিভা- উনুনে
অর্জিত চর্চার এক চাঁই পলি জ্বেলে
এক কণা সার পেলে
তাই দিয়ে এক গোছা আশা পুঁততাম ।
মার্জনা করবেন ,
চেতনার কোন ভাঁজে নতজানু হলে
হতে পারি পেঙ্গুইন- ভোর ,
কেউ বলবেন ?