এক
পালা করে পাহাড় কিংবা সমুদ্র ।
পাশেই ছিল পুকুর পাড়
পাহাড় এবং সমুদ্র ।
দুই
শান্তিকে কাঁধে নিয়ে হাঁটছিল বাতাস
মাঝপথে কি যে হ’ল ,
বাতাস এলো শান্তি এলো না ।
তিন
কবি সম্প্রতি বোবা হয়েছেন ।
চিরকুটে লিখলেন
কবিতা লেখা ছাড়া কোনও কাজ জানি না
খাব কি ?
চার
অ- সুখে ভুগে ভুগে
এখন সামনে বিশুদ্ধ সুখ এসে দাঁড়ালেও
উঠতে ইচ্ছে করে না ।
পাঁচ
ভেবেছো সম্পূর্ণ একা করবে
ভুল ,
আমার সঙ্গে সর্বদা আমি আছি তো !