হারিয়ে যাওয়ার ইচ্ছেটা যে
ভীষণ মনে দেয় দোলা,
আমরা যারা একলা প্রেমিক
স্বপ্নে ভাসি প্রাণ খোলা।
একা একান্তে ভালোবাসি
স্বপ্ন দেখি গল্প লিখি,
মান অভিমান লুকিয়ে রেখে
নিজের মতো বাঁচতে শিখি।
ফুল, প্রকৃতি পাহাড় ঝোরা
দেখে সুখে ভেসে বেড়াই,
ভাবনার রথে সহজে চড়ে
ভালোবাসার রসদ পাই।
আমরা যারা নীরব প্রেমিক
একা নিরালে থাকি বেশ,
বাউল হয়ে গানের ভেলায়
ভেসে বেড়াই নিরুদ্দেশ।
বিদগ্ধ প্রেমিক আমরা তাই
প্রেমের মৌন ভাষা মানি,
প্রেম আলোকের ঝরনা ধারায়
স্নিগ্ধ আবেশে ভাসতে জানি।
