চাইলে ধরে , আনবো বেঁধে
ছেড়ে কাটতেও পারি ,
লোপাট করার হুকুম দিলে
রাখবো শুধু দাঁড়ি !
হোমস্ কিংবা এরকুলেরা
যতই দাবাক গিয়ার্স ,
ছু কিৎ কিৎ বলবে ‘ মোটিফ ‘
— মগজ খাটাও , চিয়ার্স !
চক্র চুলের , চক্র নখের
যন্ত্র কতক ঘোরে ,
যন্ত্রীরা কে ? জানার শ্লোগান
উঠুক বিশ্ব মোড়ে ।
পথ ছেড়ো না , পথের জ্বরে
পথই হবে পুলটিস্ ,
পথ মেলানো মন মিছিলে
একটিই রঙ , জাস্টিস ।