আমার শরীরে বিকলাঙ্গ গড়েনি বাসা
আমার শরীরে সব ইন্দ্রিয় চঞ্চল,
আমার শরীর লৌহ মানবের পরাক্রম
আমার বিবেক মানবিকতায় অবিচল।
আমার শরীর নব যৌবনের উদগীরণ
আমার শরীরে বিপ্লবী রক্তের প্রস্রবণ,
আমার মনুষ্যত্ব স্বীকার করেনা অধীনতা
আমার পেশীশক্তি চায় শত্রুর অধঃপতন!
আমার ধর্ম জাত খোঁজেনা মানুষের
আমার মুখ মেহনতি মানুষের বাণী বলে,
আমার বিবেক মানবে না তাদের চাতুরী
গ্রাস করে যারা পৃথিবীকে কৌশলে!
আমার শিক্ষা মানেনা দুর্নীতির ভ্রষ্টনীতি
আমার দর্শন বিবেকের চায়না অবক্ষয়,
আমার কণ্ঠস্বর তাদের বিপক্ষে প্রতিবাদ
যারা অমানুষিক শর্তে মানুষকে দেখায় ভয়!
আমি মানবোনা জেনো মূর্খের দাদাগিরি
আমি মানবোনা জেনো আইনের অপশাসন,
আমি মানবোনা সাম্য যদি ভারসাম্য হারায়
আমি উৎপাটন চাই শাসকের ময়ূর সিংহাসন।
আমি চাইনা দুর্বৃত্তের দুনির্বার ঘূর্ণিপাক
আমি দেখতে চাইনা জল্লাদের ত্রাস সন্ত্রাস!
আমায় পারবে না ঠেকাতে বন্দুকের কার্তুজ
লক্ষ আগ্নেয় লাভা আজ আমার নির্যাস।
আমার আহ্বান প্রতিরোধ চায় মানুষের
ঘৃণা করি তাদের যারা রয়েছে ঘাড় গুঁজে!
আমি সেই সব মানুষের উপমা আর শ্লেষ
এই শতাব্দীতে যারা অন্যায়ের প্রতিবাদ খোঁজে।
আমার রক্তে মহাসামুদ্রিক উষ্ণস্রোত
আমার রক্তের গ্রহীতা আগামী যুবসমাজ,
আমার মুষ্টি সংহার চায় পৈশাচিকতার
আমার ভূমিকা আজ পৃথিবী গড়ার কাজ।
আমার যৌবন মুছে দেবে রক্ত, ক্লেদ
আহ্বান করি যত যুবতী যুবক দল,
নতুন সূর্য আলো দাও আলো দাও
এসো উন্নত শির, এসো উদগ্রীব, এসো চঞ্চল।