স্বচ্ছ আকাশ শুভ্র নীলে ছিন্ন মেঘের ভেলা,
রৌদ্র-ছায়ার লুকোচুরি দিগন্তময় খেলা।
শরৎকালে বাতাস সাথে পূজা গন্ধ রাজে,
মনের মাঝে আগমনির আনন্দ সুর বাজে।
ইচ্ছে ঘুড়ি বাঁধন ছিঁড়ে আপন মনে ভাসে,
খেয়াল মত খোলা হাওয়া দিচ্ছে দোলা কাশে।
খুশির ছোঁয়ায় হৃদয় দোলে নিয়ন্ত্রণ না মানে,
ইচ্ছেমত উড়ছে নভে কোন্ নূতনের টানে।
মেঘ বলাকা সঙ্গে কখন যায় অজানার দেশে,
অম্বর নীলে ঘুরে ফেরে ক্লান্ত হয়ে শেষে।
সবুজ শ্যামল বনাঞ্চলে কাশের সারি দেখে,
উছল হয়ে যায় সে ধেয়ে কুসুম রেণু মেখে।
শালুক পদ্ম সাথে খেলে টলোমলো জলে,
রাখালিয়া বাঁশির সুরে হারায় দূরে পলে।
শিউলি ঝরা বিহান বেলায় মেতে ফুলের ঘ্রাণে,
ইচ্ছে ঘুড়ি নন্দে লুটায় স্নিগ্ধ শিশির স্নানে।
মাঠে ভরা আমন ধানের আলের পথে পথে,
বাউল হয়ে ইচ্ছে ঘুড়ি ওড়ে মানস রথে।
খালে বিলে জলাধারে গ্ৰামের পথের বাঁকে,
ইচ্ছেঘুড়ি আপন খেলায় মেতে শুধু থাকে।