আমার মনের ইচ্ছগুলো
পুরণ হতো যদি,
তবে আমি হতেম সুন্দর
ইচ্ছামতী নদী।
ভোরের বেলা সূর্য কিরণ
পড়তো নদী জলে,
ঢেউয়ের সাথে ঝিলিক তুলে
খেলতো জলে পলে।
পানসি সাথে যেতাম চলে
সুদূর সাগর তটে,
ক্লান্ত হয়ে বইতাম ধীরে
ছায়াতরু বটে।
এঁকেবেঁকে যেথায় সেথায়
পাহাড় বনের ধারে,
ঘুরতে যেতাম দেশ বিদেশে
মরু প্রদেশ পারে।
দিগন্তে ওই নীলের মাঝে
সন্ধ্যা যেথায় মেশে,
দুলে দুলে ভ্রমণ বিলাস
করতাম স্রোতে ভেসে।