তোমার স্নেহাশ্রম ফুঁড়ে তোমারই শিরায়
বিছুটি বিষের মন্ত্রণা
তোমার সরললতার মাথা মুড়িয়ে
অবিশ্বাসের ছোবল যন্ত্রণা
তুমি সহজগন্ধা সুখ
জীবিত মনের অন লাইন ময়নাতদন্ত
আর কবে শিখবে
ফিরে যাচ্ছে নিঃস্ব মেঘ বৃষ্টি সাগরে
ফিরে যাচ্ছে মধুহীন মৌমাছি
মহেঞ্জাদড়োর বিষন্ন মৌচাকে
জমানো জীবনের অশ্লীল অপচয় শোক
পান করে কিভাবে কবিতার শব্দশক্তি
একদিন বিশুদ্ধ পাথর চিরে
আহত শস্যের শীষে চেরাপুঞ্জির আস্থা ফেরাবে
সে দৃশ্য দেখার অপেক্ষায় আজও অক্ষর আঁকি