মনে হয় একই শালিক
চৈত্রের ঠোঁটে ঠোঁটে বয়ে আনা অতীতের
আমি আমি গন্ধের দুপুর ঝিলিক ।
মনে হয় এক ঝিকমিক
রূপোলি জোনাক জিনে সময় গোটানো রাতে
বাষ্পের বাঁশি বাজা কু ঝিক ঝিক ।
মনে হয় একই আকাশ
কৃষ্ণগুহার চোখে কোজাগরী আশা জ্বালা
আজীবন কিশোরের আউশ হুতাশ ।
মনে হয় এক কবিতায়
আঠারোর অক্ষর বেড়ে বেড়ে শেষ অভিধানে
আসল কথার শুরু কুলু ভণিতায় ।