কী তীব্র শেকড় মাটির টান বুনেছো শরীরে !
বহুমুখী কবিতার সব চোখে
তুমি প্রিয় পদ্মিনী তিলের পিপাসা ।
ভরপুর স্রোতেরও ক্লান্তি আসে
তুমিহীন নদী উৎসবে ।
আবীর অন্ত্যমিলে তোমাকে মাখার আগে
কোনও এক চিলকবি তুলে আনে
নন্দন ক্যান্টিন তোমার ওই নিমরাজী ঠোঁটে ।
ঈর্ষার অভিমানে বাতাস চৌচির হয়ে
বিকেল বোতাম খুলে
ঝিম ধরা ঝড় হয়ে ঝরে ।
সয়ে যাওয়া সাদা সুখে বিজলী বাজে না
মাঝে মাঝে মনালাপ , সে ঘোর কাটে না ।
তাই এক আশ্চর্য সন্ধ্যার তীরে
দৃষ্টির সংলাপে ভিজবো ব’লে
চলমান থিয়েটারে সিট রেখে
থার্ড বেল দৃশ্যের অপেক্ষায় থাকি ।