অভাবী সংসার
কালো হয়ে আসে হাঁড়ি
মাঝ সন্ধ্যায় নিভে যায় প্রদীপ
অসহায়। অসহ্য।
ভিটের বাইরে দাঁড়িয়ে থাকে সৌভাগ্য
বাড়িতে এলো অগোছালো পায়ে।
দেখলাম
শ্রীবৃদ্ধিতে বাধা ছিল
ফুলেতে ভুল ছিল
সব ঘুচে গেলো।
আমার ঘর, আঁধার, দুরুহ আলোর ভূমি
অধিষ্ঠাত্রী নেই। আল্পনা নেই।
চৌকাঠের সামনে বসে আছো তুমি।