এখনো যদি কথা না বলি তবে
বলবো কবে?
এখনো যদি ব্যথা না বুঝি তবে
বুঝবো কবে?
এখনো যদি উত্তর না দিই তবে
উত্তর দেবো কবে?
এখনো যদি প্রতিরোধ গড়ে না তুলি তবে
প্রতিরোধের আওয়াজ তুলবো কবে?
এখনো যদি ভাঙ্গন রোধে না এগোই তবে
ভাঙ্গন রোধ করবো কবে?
এই বিপদেও যদি হাসি না থামাই তবে
এই হাসি আর থামাবো কবে?
মারছে কারা? মরছে কারা ?
তাদের যদি আজ না চিনি তবে
এরপরে আর চিনবো কবে?
এত শিক্ষিত হয়েও মানুষ
যদি না বোঝে আজ তবে
আগামী প্রজন্মের বাঁচার জন্য কি রয়ে যাবে?
এখনই যদি সজাগ চক্ষু দ্বারা না দেখি তবে
এরপরে আর দেখবো কবে?
এখনো যদি না জাগি আর
জাগবো কবে? আর জাগবো কবে?
আর কবে?আর কবে? আর কবে?
আর কবে? আর কবে? আর কবে?