বাঘের গায়ে ডোরাকাটা
বিড়াল কেন মাসি?
সার্কাস জুড়ে খেলা দেখায়
বাঘ বিড়ালে হাসি।
মাথায় টুপি গায়ে জামা
গুটি গুটি পায়ে,
হালুম শব্দ মুখে ধরে
বাঘের গন্ধ গায়ে।
হেসে মরে জোকার যত
বাঘের মাসি দেখে,
হালুম কোথা ম্যাও যে এটা
অঙ্গ ভঙ্গি রেখে।
ছাগল পিঠে উঠল শেষে
কাকাতুয়া কাঁধে,
কোরাস গান শিস জমাট সার্কাস
আরেকটা গান সাধে।