আগে আমি রাজা ছিলাম
এখন আমি কুকুর হলাম
আগে তুমি কুকুর ছিলে
এখন তুমি রাজা হলে
আসলে কে রাজা কে কুকুর
সবই ভুলে গেলে ?
আমি প্রথম থেকেই কর্মচারী ছিলাম
ভেবেছিলাম একদিন মালিক হব
মালিক আমি হয়েছি বটে
তবুও চাকরেরই মতো ঘরে থাকি বটে
জানি আমার নামে অনেক কিছু ঘটে
তার চেয়ে বেশি আমার নামে রটে
আগে আমি অনেক স্বপ্ন দেখতাম
এখন স্বপ্নরা আমাকে খুঁজে বেড়ায়
আগে আমি প্রচুর পরিমাণে আনন্দ করতাম
এখন আনন্দেরা আমাকে খুঁজে বেড়ায়
যার জন্য এত কিছু করেছি
যার জন্য আমি বেঁচে থাকতে থাকতেও মরেছি
মরতে মরতেও আবার বেঁচেছি
ধীরে ধীরে আজ আমি বুঝেছি
ভুল করে তোমার হাত আমি ছুঁয়েছি।
আগে আমি যা ছিলাম
তাই ভালো ছিলাম
কেন আমি রাজা হতে এলাম ?
কেনই বাজে তোমায় ভালোবেসে ফকির হলাম ?
উত্তর জানা নাই
উত্তর জানা নাই
আজ তাই–
খালি দু হাত নিয়ে আকাশের দিকে তাকাই
তোমার চক্করে পড়ে সবই হারাই।
নিজেকে এখন তাই
সর্বহারা ভাবি সর্বদা-ই
এভাবেই অনেক কিছু চাইতে গিয়ে সবকিছু হারায় সবাই
এভাবেই বুঝি সকলের সব কিছু হারায় সবাই।