আমার কাজ আমাকেই করতে হবে
আমার নাচ আমাকেই নাচতে হবে
আমার ভাবনা আমাকেই ভাবতে হবে
আমার স্বপ্ন আমাকেই দেখতে হবে
আমার কবিতা আমাকেই লিখতে হবে
আমার গল্প আমাকেই বলতে হবে
আমার পথে আমাকেই চলতে হবে
আমার ভুবন আমাকেই গড়তে হবে
আমার লড়াই আমাকেই লড়তে হবে
আমার শত্রুকে আমাকেই ধরতে হবে ।
আমি কেবল আমারই জন্য
আমার জন্য আমাকেই সব করতে হবে ।।
আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ–
আমাকেই মাথায় রাখতে হবে
আমার জীবন মৃত্যুর–
ইতিহাস নির্মাণে আমাকে কিছু করতে হবে
আমার ব্যর্থতা আর সার্থকতার প্রসঙ্গ তুলে রাখতে হবে
আমার মৃত্যুর পরে যেন কিছু আলোচনা হবে
তেমন কিছু করতে হবে
আমার সমাজ কাঁদছে, মরছে
আমাকেই তাদের হাসাতে হবে, বাঁচাতে হবে
যাবার কালে ঝরা পাতায়–
স্মৃতির খাতায় কিছু লিখে যেতে হবে
দেহ প্রাণ যাবেই চলে,
ভাবনাকে বাঁচিয়ে রাখতে হবে
আমি কেবল আমারই জন্য
আমার জন্য আমাকেই সব করতে হবে।