আমার বাড়ির বাগে আছে
নানান পাখির বাস,
দোয়েল কোয়েল সাথে আসে
গাঙচিল বুনো হাঁস।
প্রভাত হলেই তাদের কূজন
মিষ্টি মধুর তান,
আনন্দ দান করে সবে
সতেজ করে প্রাণ।
পাশেই দূরে বিলের ধারে
আছে খেজুর গাছ,
বাবুই সেথা বাসা বাঁধে
ফিঙে করে নাচ।
দুপুরবেলা নির্জন সময়
ঘুঘুর উদাস ডাক,
কুবো পাখি গম্ভীর স্বরে
ডাকে হিজল ফাঁক।