আব্বুলিশ ভাই আব্বুলিশ দিই
হাঁপ ধরেছে খেলে,
দিপু তুমি দানটা খেলো
মনটা দিয়ে ঢেলে।
একটু আমি জিরিয়ে নিই
খেলা টানো তুমি,
দেখো যেনো হেরে না যাই
পড়তে নাহয় ভূমি।
হা-ডু-ডু টা শক্ত খেলা
গায়ের জোরটা লাগে,
বুদ্ধি করে খেলো যাতে
পালিয়ে না ভাগে।
আহা দারুন খেলছো তুমি
আমার থেকে ভালো,
জিততে কিন্তু হবে এবার
দেখবো জয়ের আলো।
জয়-টা পেলে ভাবছি তোমায়
দেবো ক্যাপ্টেন করে,
খেলে যাওগো দামাল হয়ে
রাখো জয়টা ধরে।